নভেম্বরে ‘স্মার্ট’ হয়ে বাংলাদেশের বাজারে অনার ফোন

১৫ অক্টোবর, ২০২৩ ১৪:০৪  

দেশী আইটি জায়ান্ট স্মার্ট টেকনোলজির পরিবেশনায় ফের বাংলাদেশের বাজারে জায়গা করে নিতে চাইছে একসময়ের হুয়াওয়ের সাব ব্রান্ড হিসেবে আত্মপ্রকাশ করা ‘অনার’। টেক টিউবার আর ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনর ৯০ এআই হ্যান্ডসেট দিয়ে নতুন এই সফর শুরু করলো চীনা প্রতিষ্ঠানটি।

ফোনটি উদ্বোধন করেন স্টার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম এবং অনর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গুও লাই। আর এর মাধ্যমেই বিক্রয়োত্তর সেবাসহ ডিস্টিবিউট চ্যানেলে এলো অনার।

অনুষ্ঠানে অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন জানান, ফোনটি নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। তবে ১৭ অক্টোবর থেকে ৫৬ হাজার ৯৯৯ টাকায় প্রি-বুক করা যাবে এবং সঙ্গে একটি নেক ব্যান্ড উপহার পাওয়া যবে।

এসময় অনার বাংলাদেশের জিটিএম ম্যানেজার শুভংকর গোলদার, সেলস ম্যানেজার তৌহিদুর রহমান ইনফ্লুয়েন্সার সৌমি, রাবা, রাজিয়া, ফারিয়া, ইউটিবার সোহাগ, তুষার, ফটোগ্রাফার কৌশিক ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এআই র‌্যাফেল ড্র-তে গণমাধ্যমকর্মী আশরাফুল ইসলাম রানা, শফিকুল আলম খান, শেখর রায় অনারের ফোন জিতে নেন।

কেন্দ্রীয় আরঅ্যান্ডডি ও সফটওয়্যার দল দিয়ে অনার ইউজার ইন্টারফেসটা খুবই ব্যবহার বান্ধব এবং এর প্রিয়ার মডেলে সার্ভিস আশানারুপ নয় বলে অনুষ্ঠানে জানান ইউটিউবাররা। তবে হার্ডওয়্যার নকশা বেশ দীর্ঘস্থায়ী। আর সেলফি তুলে ফোনটির চমৎকারিতার বিষয়টি পরখ করে দেখেন ইনফ্লুয়েন্সাররা। আলোকচিত্রী তার একদিনের অভিজ্ঞতায় জানান, প্রো ফিচারটা বেশ ভালো লেগেছে তার।

এর আগে উদ্বোধনী বক্তব্যে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, আজ অনার ৯০ স্মার্টফোন দেশের বাজারে উম্মোচিত হলো। ২০২০ সালে হুয়াওয়ে থেকে আলাদা হওয়ার পর উদ্ভাবনী প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করে ২০২৩ সালে চায়না মার্কেটে নাম্বার ১ মার্কেট শেয়ার দখল করেছে অনার । খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও অনারের সব বাজেটের অফিসিয়াল পণ্য পাওয়া যাবে।